মাইক্রোসফট উইন্ডোজ ৪০ বছরের বিবর্তনের ইতিহাস

মাইক্রোসফট তার যাত্রা শুরু করেছিলো ১৯৭৫ সালে। "বিল গেটস এবং অ্যালেন" অংশীদারিত্ব মালিকানায় জন্ম দেয় এই মাইক্রোসফটের।  মূলত কমান্ড বেইজ ডস অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করেই তৈরি হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ১৯৮৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ ঘোষণা করে কিন্তু তা বিকশিত করতে সময় লাগে। এরপর দীর্ঘ ৪০ বছরে এসেছে মাইক্রোসফট উইন্ডোজের সব নতুন নতুন ভার্সন।
মাইক্রোসফট  উইন্ডোজ ১ থেকে ১০ এ বিবর্তনের ইতিহাস

"Windows-1.0" ছিল মাইক্রোসফট উইন্ডোজের প্রথম ভার্সন। প্রথম ভার্সনটি ছিল ডসভিত্তিক। দ্বিতীয় ভার্সনও ছিল ডস ভিত্তিক। এরপর উইন্ডোজ ৩ তে যুক্ত হয় গ্রাফিক্যাল ইন্টারফেস। এভাবে বদলাতে থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এ ভাবে বর্তমানে এটি উইন্ডোজ ১০ এ এসে পূর্ণতা পেয়েছে। আসুন নিচের ছবিগুলর মাধ্যমে ধাপে ধাপে ‍উইন্ডোজের বিবর্তনের ইতিহাস জেনে নেই।

1982–1985: Introducing Windows 1.0

1982–1985: Introducing Windows 1.0


মাইক্রোসফট উইন্ডোজের প্রথম ভার্সন হল মাইক্রোসফট উইন্ডোজের।২০ নভেম্বর ১৯৮৫ মাইক্রোসফট প্রথম ভার্সনটি প্রকাশ করে, এটি ছিল ডসভিত্তিক একটি উইন্ডোজ। বিল গেটস বলেছিলেন "এই অনন্য সফটওয়্যারটি ডিজাইন করা হয়েছে শুধু মাত্র  গুরুতর পিসি ব্যবহারকারীদের জন্য"।

1987–1990: Windows 2.0–2.11


1987–1990: Windows 2.0–2.11

মাইক্রোসফট উইন্ডোজের দ্বিতীয় ভার্সনটি ছিল উইন্ডোজ ২। এই উইন্ডোজটি মাইক্রোসফট ১৯৮৭ সালের ডিসেম্বরের ৯ তারিখে প্রকাশ করে।

1990–1994: Windows 3.0–Windows NT


windows nt


১৯৯০ সালের ২২ মে মাইক্রোসফট উইন্ডোজের তিতীয় ভার্সনটি প্রকাশ করে। এই তিতীয় ভার্সনটিতে যুক্ত হয় গ্রাফিক্যাল ইন্টারফেস। এর পরে ২৭ জুলাই ১৯৯৩ তে মাইক্রোসফট উইন্ডোজের তিতীয় ভার্সনটি নতুন করে প্রকাশ করে ৩.০ যার নাম করণ করা হয় "Windows NT".

1995–1998: Windows 95





অগাস্ট ২৪ ১৯৯৫ মাইক্রোসফট উইন্ডোজের নতুন ভার্সন "Windows 95" প্রকাশ করে। 

1998–2000: Windows 98, Windows 2000, Windows Me


          windows 98          windows me       windows 2000


জুন ২৫, ১৯৯৮ সালে মাইক্রোসফট প্রকাশ করে ভোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা উইন্ডোজ এর প্রথম সংস্করণ  "Windows 95" ।এর পরে মাইক্রোসফট প্রকাশ করে "Windows Me"  এবং "Windows 2000" 


2001–2005: Windows XP


windows xp



২৫ অক্টোবর ২০০১  মাইক্রোসফট প্রকাশ করে ভোক্তাদের জন্য এক নতুন উইন্ডোজ "Windows XP" ।এই Windows XP তে প্রকাশ পায় ২ টি ভার্সন "Windows XP Home Edition" এবং "Windows XP Professional"। ভোক্তাদের  মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠে এই "Windows XP"।


2006–2008: Windows Vista

2006–2008: Windows Vista



২০০৬ সালে মাইক্রোসফট প্রকাশ করে বিশেষভাবে ডিজাইন করা উইন্ডোজের এক নতুন ভার্সন "Windows Vista" ।Windows Vista প্রকাশ পায় কয়েকটি  বিশেষ Edition নিয়ে। Windows Vista Business, Windows Vista Enterprise, Windows Vista Home Basic, Windows Vista, Home Premium, Windows Vista Starter, Windows Vista Ultimate।

2009: Windows 7




২০০৯ মাইক্রোসফট আবারও প্রকাশ করে নতুন ভাবে ডিজাইন করা উইন্ডোজের এক নতুন ভার্সন "Windows 7" । এই Windows 7 প্রকাশ পায় কয়েকটি  বিশেষ Edition নিয়ে। 

2012-2013: Windows 8, Windows 8.1



২০১২ মাইক্রোসফট আবারও প্রকাশ করে উইন্ডোজ ব্যাবহারকারিদের জন্য এক নতুন উইন্ডোজ যা বিশেষ ভাবে ডিজাইন করা  নতুন নতুন অনেক ফিচার নিয়ে। উইন্ডোজের এই নতুন ভার্সনে সুবিধা থাকে Apps ব্যাবহার করার 

2015: Windows 10



সর্বশেষে চলতি বছর ২০১৫ তে মাইক্রোসফট প্রকাশ করে উইন্ডোজ ব্যাবহারকারিদের জন্য চমৎকার ও সহজ একটি উইন্ডোজ "Windows 10"। এই Windows 10 খুব অল্প সময়ের মদ্ধে সকলের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

মন্তব্যসমূহ