যেভাবে ক্লিকসেন্স থেকে অফুরন্ত অর্থ ইনকাম করবেন


অনলাইন থেকে সবচেয়ে সহজ উপায়ে অর্থ ইনকাম করার উপায় হচ্ছে পিটিসি। কিন্তু বর্তমানে এমন হাজারো পিটিসি সাইট আছে যারা অর্থের লোভ দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। আর টাকা দেওয়ার বেলায় আর খুজে পাওয়া যায় না। এরকম পিটিসি সাইটের অভাব নাই। অধিকাংশ পিটিসি সাইটই চিটার হয়ে থাকে। তাই অতিরিক্ত লোভ থেকে দূরে থাকাই ভালো। কথায় বলে, "লোভে পাপ, পাপে মৃত্যু।"

এতক্ষণ তো বললাম চিটার  পিটিসি সাইট সম্পর্কে। কিন্তু এমন কিছু সাইট আছে যারা আসলেই পেমেন্ট করে থাকে। এমন সাইটকে লিজিট (Legit) সাইট বলা হয়। ক্লিকসেন্স তার মধ্যে অন্যতম। ক্লিকসেন্স সাইটটি বেশ অনেক বছর ধরেই আস্থার সাথে সবার পাশে আছে এবং সময় মত পেমেন্ট আসছে। তাই এ ক্লিকসেন্সই আমার আস্থার প্রতীক। আপনি যদি  পিটিসি সাইট থেকে ইনকাম করতে চান তাহলে আমি বলব অন্য কোথাও না গিয়ে ক্লিকসেন্স থেকেই শুরু করুন। অন্তত আপনার পরিশ্রমের টাকা পাবেন।

যেভাবে অ্যাকাউন্ট ওপেন করবেনঃ

শুরুতেই বলে রাখি এই আর্টিকেল লিখার মূল কারণ ২ টি। প্রথমত, আমার রেফারেল লিঙ্ক প্রোমোট করা। আর দ্বিতীয়ত, আপনাদের ভালো একটা পিটিসি সাইট সম্পর্কে জানানো। তো শুরু করি... প্রথমেই আমার ব্যানারে ক্লিক করে সাইংআপ পেজ এ যাবেন।  এরপর আপনার যাবতীয় ইনফো দিয়ে সাইংআপ সম্পন্ন করুন। এখন ইমেইল ভেরিফাই করার জন্য আপনাকে বলা হবে। ইমেইল ভেরিফাই করে লগইন করলে আপনার প্রোফাইল সম্পন্ন করতে বলা হবে। সেটা সম্পন্ন করুন। এখন আপনি ইনকাম এর জন্য প্রস্তুত।


যে যে কাজ করতে পারবেন ক্লিকসেন্সেঃ
  • অ্যাড ক্লিক
  • সার্ভে
  • বিভিন্ন অফার
  • টাস্ক
  • ক্লিক্সগার্ড
  • অ্যাফিলিয়েট (রেফারেল) 
কিছু কথা না বললেই নয়। সর্বপ্রথম বলি সাইংআপ করার পর আপনি ফ্রি মেম্বার হিসেবে কাজ করতে পারবেন। ফ্রি মেম্বার হিসেবে আপনি প্রতি রেফারেলে পাবেন $0.05 এবং আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে আপনি পাবেন $0.10।(প্রিমিয়াম মেম্বার হতে এক বছরের জন্য $17 খরচ করতে হবে)। এছাড়া আপনার কোন রেফার করা মেম্বার যদি প্রিমিয়াম মেম্বার হয় তাহলে আপনি পাচ্ছেন $2। এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে। নিচের ছবি দেখলে বুঝতে পারবেন।


তাই প্রিমিয়াম মেম্বার হয়ে কাজ করাই ভালো। আরও রয়েছে ক্লিক্সগার্ড খেলার সুযোগ। আপনি আপনার ভাগ্যের উপর নির্ভর করে ক্লিক্সগার্ড থেকে প্রতিদিন $0.05 থেকে সর্বোচ্চ $10 পর্যন্ত জিততে পারবেন।

যেখানে পেমেন্ট নিতে পারবেনঃ

পেপাল, পেজা, পেটু, নেটেলার


কিছু গুরুত্বপূর্ণ পরামরশঃ
  • কাজ যদি শুরু করেন তো পরিপূর্ণ ভাবে করবেন।
  • অল্প কাজ করে হতাশ হবেন না। মনে রাখবেন শুরুতে একটু পরিশ্রম করতে হবে।
  • একটা প্রবাদ মনে রাখেবন, "একবার না পারিলে দেখো শতবার।"
  • প্রতিদিন নিয়মিত কাজ অবশ্যই করবেন।
  • কোনভাবেই অশদ উপায়ে রেফারেল করতে যাবেন না। নিশ্চিত ব্যান করা হবে আপনাকে।

মন্তব্যসমূহ

  1. ব্রডব্যান্ড লাইনে .......... কি কাজ করা যাবে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জি কাজ করা যাবে। তবে ব্রডব্যান্ড লাইনে আইপি সমস্যা হয়।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ মন্তব্য করার জন্য।