ক্লিকসেন্সে রেফারেল বৃদ্ধির কিছু টিপস

যারা ক্লিকসেন্সে রেফারেল পাচ্ছেন না তাদের জন্য ছোট্ট কিছু টিপস। দয়া করে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজও করবেন আশা করি। এতেই আমার সফলতা। তো শুরু করি...

ক্লিকসেন্সে রেফারেল বৃদ্ধির কিছু টিপস


  • "মেক মানি" রিলেটেড একটা সুন্দর ব্লগ সাইট বানিয়ে ফেলুন এবং সেটাতে মানসম্মত আর্টিকেল লিখুন। সাথে আপনার রেফারেল লিঙ্ক দিতে ভুলবেন না। আপনি ইচ্ছা করলে ব্যানারও দিতে পারেন। 
  • যখন আপনার ব্লগ সাইটি রেডি হয়ে গেল। তখন আপনার কাজ হবে ব্লগটি প্রোমট করা। কিভাবে করবেন??
  • প্রথমত আপনি রিলেটেড ফোরাম সাইটে প্রোমট করবেন। রিলেটেড ফোরাম সাইট বলতে বুঝাতে চেয়েছি আপনি "মেক মানি" প্রোমট করতেছেন। আপনাকে "মেক মানি" ফোরামেই প্রোমট করতে হবে। এটাই রিলেটেড হিসেবে বুঝাতে চেয়েছি আমি। হেলথ ফোরামে করলে হবে না। ফোরাম সাইট এর উদাহুরনঃ http://www.moneyfanclub.com/ গুগলে এরকম হাজারো সাইট খুজে পাবেন।
  •  দ্বিতীয়ত আপনাকে ব্লগ কমেন্ট করতে হবে। ফোরাম সাইট এর মতই গুগলে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। কমেন্ট করার সময় আপনার ব্লগের ব্যাকলিঙ্ক করে দিলেই হল। বিস্তারিত গুগল থেকে জেনে নিবেন। 
  • তৃতীয়ত আপনি সোসাল বুকমার্কিং করে প্রোমট করতে পারেন। সোসাল বুকমার্কিং সাইট এর মধ্যে https://www.reddit.com/ জনপ্রিয়। 
  • এছাড়া আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তবে এটা স্পামিং হিসেবে ধরা হয়। সুতরাং না করাই ভালো। 
যাই হোক। শুধু কোথায় প্রোমট করবেন সেটা বললাম। বেশি কিছু বলি নাই। যদি ভালো সাড়া আসে এবং সমস্যা বলেন তাহলে বিস্তারিত আলোচনা করব। সমস্যা হলে জানাবেন। আশা করি মনোযোগ দিয়ে কাজ করবেন।


মন্তব্যসমূহ

  1. • ★$.0.50 sign up bonus for first 5.000 members.
    *Guaranteed daily ads
    • First 5000 Free Golden
    • Confirm 00.05 ads everyday
    • Unlimited earnings
    • $2 min at first payout
    • Lightning fast payments
    • Unlimited Rent Ref
    http://www.clixbeauty.com/?ref=rasel123

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ মন্তব্য করার জন্য।