বন্ধ হতে চলেছে উইন্ডোজ-৭ নিরাপত্তা পরিষেবা

উইন্ডোজ ৭
উইন্ডোজ ৭
বন্ধ হতে যাচ্ছে উইন্ডোজ-৭ নিরাপত্তা পরিষেবা৷ মাইক্রোসফট করপোরেশন হতে প্রাপ্ত এক তথ্য হতে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৩ জানুয়ারির পর আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দেওয়া হবে উইন্ডোজ-৭ অপারেটিম সিস্টেম৷ মাইক্রোসফট করপোরেশন এই নির্দিষ্ট সময়ের পর উইন্ডোজ-৭ –এ আর কোনো নিরাপত্তা পরিষেবা দেবে না বলে জানিয়েছে।
একই ভাবে মাইক্রোসফট ২০১৮ সালের ৯ জানুয়ারির পর উইন্ডোজ-৮ এবং ৮.১ সংস্করণের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেবে৷ চলতি বছর এই একই ভাবে মাইক্রোসফটের উইন্ডোজ-এক্সপি-র নিরাপত্তা বিষয়ক সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷
মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজের নতুন সংস্করণের ব্যবহার বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে।ইতিমধ্যে মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজ-৯ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরেই উইন্ডোজ-৯ বাজারে ছাড়া হবে মাইক্রোসফট করপোরেশন হতে প্রাপ্ত এক তথ্য হতে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ