বিটিসিএল সরাসরি যুক্ত হচ্ছে গুগল সার্ভারে

BTCL
BTCL
বেসরকারি আআইজ প্রতিষ্ঠানের মতো এবার গুগল সার্ভারের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রথমবারের মতো দেশে এই ব্যবস্থায় ডাটা শেয়ারিং করতো ফাইবার অ্যাট হোম


বিটিসিএল সরাসরি যুক্ত হচ্ছে গুগল সার্ভারে, বাংলাদেশের একমাত্র সাবমেরিন ক্যাবল সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ফোরের (সি-মি-উই-) মাধ্যমে বিটিসিএল এই সংযোগ তৈরি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ইতিমধ্যে বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে বিটিসিএল

সরাসরি এই সংযোগ পেতে সাবমেরিন ক্যাবলের ভাড়া বাবদ মাসে প্রায় ১৪,৫০০ ডলার দিতে হবে বিটিসিএলকে এছাড়া সুইচড রুমের জন্য ব্যয় হবে ৫,৩০০ ডলার গুগল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে বিটিসিএলের আইআইজির বর্তমান এসটিএম--এর কার্যক্ষমতা বাড়িয়ে এসটিএম-- উন্নীত করা হবে বিটিসিএলের ঢাকা সার্ভারের মাধ্যমে সিঙ্গাপুরের তুয়াসে অবস্থিত গুগল সার্ভারে আরো দ্রুত গতিতে প্রবেশ করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা

এই সংযোগ বাস্তবায়িত হলে বিটিসিএল সংযোগ ব্যবহারকারীরা আরো দ্রুত গুগল সার্ভারে প্রবেশ করতে পারবেন এবং ব্যয় অনেকাংশে কমে যাবে বলে অভিমত প্রকাশ করেছেন নেটওয়ার্কিং বিশেষজ্ঞ বিডিকম অনলাইন এর প্রধান নির্বাহী সুমন আহমেদ সাবির

মন্তব্যসমূহ