Xperia C5 Ultra এবং M5 দুটি মডেল
উন্মোচন করেছে Sony।
মিডিয়াটেক ক্ষমতাসম্পন্ন এই ফোনগুলো সেলফি
ক্রেজিদের কথা মাথায় রেখে
বিশেষভাবে তৈরি হয়েছে।
যা স্মার্টফোনের বাজারে বড় ধরনের
বাজি ধরতে পারবে।
এ নিয়ে প্রতিবেদনগুলোতে বলা
হয়েছে, ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান খ্যাত সনি স্মার্টফোন
ইন্ডাস্ট্রিতে খুব একটা ভাল
করতে পারেনি বলেই প্রতীয়মান। কিন্তু
চেষ্টাও ছাড়েনি।
বাজারে
মন্দা অবস্থার কারণ হিসেবে দায়ী
করা হয়েছে সনির পানি
প্রতিরোধক ফোনগুলো। এগুলো
ঠাট্টার পণ্য বলে গণ্য
হওয়ায় প্রতিষ্ঠানকে তলে পড়তে হয়েছে
বলে মন্তব্য বাজার বিশ্লেষকদের।
তবে এ মুহূর্তে জাপানী
ইলেকট্রনিক্স জায়ান্ট এক্সপেরিয়া সিরিজে আনা দুটি
স্মার্টফোন নিয়ে বেশ প্রত্যাশী।
ফোন দুটির জন্য নির্ধারণ
করা হয়েছে মিডিয়াটেক চিপসেট।
অন্যান্য
তথ্য অনুযায়ী, এক্সপেরিয়া সিরিজের সি৫ আলট্রার মূল
বৈশিষ্ট্যে রয়েছে ১.৭
গিগাহার্জের অক্টা-কোর এমটিকে৬৭৫২
প্রসেসর, ২ জিবি RAM, ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড
স্লট। আর
সেলফি ভক্তদের জন্য আছে ১৩
এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা
এর মূল ক্যামেরাও একই
পিক্সেলের। দুটি
ক্যামেরায় দেয়া আছে এক্সমস
আরএস সেন্সর যা ক্যামেরা
পার্টের অন্যতম বৈশিষ্ট্য।
৬ ইঞ্চির ফুল এইচডি
পর্দার এই ফোনটির আইপিএস
প্যানেল সরু ফ্রেমে আবৃত। ব্ল্যাক,
মিন্ট এবং হোয়াইট তিনটি
কালার পাওয়া যাবে এর।
ফোন দুটির মধ্যে একটি
ওয়াটারপ্রুফ বলেও জানিয়েছে সনি।
আর এম৫’এ অন্তর্ভূক্ত
হয়েছে ৬৪ বিটের অক্টা
কোর মিডিয়াটেক চিপসেট যার গতি
২ গিগাহার্জ, ৠাম ৩ জিবি,
১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
এবং মাইক্রোএসডি কার্ড স্লট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।