Viver - এর নতুন সুবিধা

Android & IOS ব্যবহারকারীদের জন্য Viber অ্যাপ্লিকেশনটি এক অমূল্য সম্পদ কেননা, এই অ্যাপ্লিকেশনটি দ্বারা কোন খরচ ছারাই কথা সেরে ফেলা যায় কারো সাথে সম্প্রতি Viber একটি নতুন সংস্করণ এনেছে সংস্করণে বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যাবে 

Viber পণ্য বিভাগের প্রধান অফির আইয়াল বলেন, ‘Viber ব্যবহারকারীদের প্রতিক্রিয়া শুনে আমরা জেনেছি যে, তাঁরা বার্তা আদান-প্রদানের বাইরেও অনেক কাজে এটা ব্যবহার করেন।‘  নতুন সংস্করণে ভয়েস কলের মান আরও উন্নত হয়েছে ছাড়াও ভিডিও কলের ইন্টারফেসকেও উন্নত করা হয়েছে যুক্ত হয়েছে অ্যানিমেটেড স্টিকার সুবিধা আইয়াল বলেন, বিশ্বজুড়ে Viber ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ব্যবহারকারীদের সুবিধার্থে তাদের ধরে রাখতে নানা সুযোগ-সুবিধা বাড়িয়ে চলেছি আমরা Viber - নতুন যা এলকন্টাক্ট কনটেন্ট বিনিময় ভাইবারের নতুন হালনাগাদ সংস্করণে ব্যবহারকারীরা এখন ভাইবার মেসেজ আকারে ফোনবুক থেকে কন্টাক্ট বিনিময় করতে পারবেন প্রাপক এখন তথ্য হিসেবে নাম, ছবি তথ্য গ্রহণ করে সহজেই তার কন্টাক্ট লিস্টে তা সংরক্ষণ করতে পারবেন ছাড়াও কাউকে যখন চ্যাটে Link বা URL শেয়ার করা হবে তখন সেই লিংকটি কোন সাইটের তার একটি ছবিসহবাবলদেখা যাবে এতে ওই লিংকটি শেয়ার করার হার আরও বাড়বে সহজে ভিডিও কল ভাইবারে এখন প্রতি মাসে পঁচিশ কোটি ভিডিও কল করা হচ্ছে নতুন হালনাগাদ সংস্করণটিতে ভিডিও কল ইন্টারফেসটিকে ঢেলে সাজিয়েছে ভাইবার এখন রিসেন্ট কল লিস্ট বা কন্টাক্ট প্রোফাইল থেকে সরাসরি ভিডিও কল করা যাবে ছাড়াও কম ডেটা খরচে উন্নত ভয়েস ভিডিও কল করার সুবিধাও যুক্ত করেছে ভাইবার

নেটওয়ার্ক অনুসারে ভাইবার স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যবহারের হার কমিয়ে দিতে সক্ষম হবে এক মিনিট অডিও কলের ক্ষেত্রে 4G or Wi-fi নেটওয়ার্কে সর্বোচ্চ ৪১৬ কিলোবাইট ডেটা, থ্রিজি নেটওয়ার্কে ১৫১ থেকে ২৫৫ কেবি টুজি নেটওয়ার্কে ৮৪ কেবি ডেটা ব্যবহার করে ভাইবার অ্যানিমেটেড স্টিকার ভাইবারের নতুন হালনাগাদ সংস্করণে ৫০০ স্টিকার প্যাক যুক্ত হয়েছে এই স্টিকারগুলো অ্যান্ড্রয়েড আইওএস প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা বার্তা-আদান প্রদানের সময় ব্যবহার করতে পারবেন উইন্ডোজ, ম্যাক, আইপ্যাড অ্যান্ড্রয়েড ট্যাবে ভাইবার অ্যান্ড্রয়েড আইফোনের জন্য পাঁচ দশমিক পাঁচ হালনাগাদ সংস্করণটি ছাড়াও অন্যান্য ডিভাইসের জন্যও নতুন ফিচার হালনাগাদ করেছে ভাইবার I-Pad জন্য উন্মুক্ত করার নতুন সংস্করণের ভাইবার ব্যবহারকারীরা তাঁদের আইফোন, আইপ্যাড ম্যাকে ভাইবার সিনক্রোনাইজ করে নিতে পারবেন এবং সব প্ল্যাটফর্মেই চ্যাট চালিয়ে যেতে পারবেন ছাড়াও ভাইবারের নতুন সংস্করণে অ্যান্ড্রয়েড ট্যাবের ইন্টারফেসটিকে আরও ব্যবহারবান্ধব করেছে Viber

মন্তব্যসমূহ