শিগ্রই অন্যরকম অ্যাপ আনছে Facebook

মোবাইল ফোনে ব্রেকিং নিউজ দিতে একটি বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করছে Facebook কর্তৃপক্ষ Facebok - এর তৈরি এই নিউজ অ্যাপটি হবে স্বতন্ত্র নতুন এই অ্যাপটি কবে উন্মুক্ত হবে, ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ফেসবুকের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি Facebok - এর একটি সূত্র প্রযুক্তি ব্যবসা বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে সম্প্রতি জানিয়েছে, একেবারে প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে এই অ্যাপটিতে কোন প্রতিষ্ঠানেরব্রেকিং নিউজথাকবে, তা নিয়ে আলোচনা চলছে। 


অ্যাপটি যেভাবে কাজ করবে:
  • ফেসবুকের তৈরি নতুন একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে।         
  • কোন সংবাদমাধ্যমের কোন বিষয়ের খবর পেতে আগ্রহী তা নির্বাচন করে দিতে হবে
  • ব্রেকিং নিউজের ক্ষেত্রে বিভিন্ন সংবাদমাধ্যম মোবাইল নোটিফিকেশনের তৈরি করে ফলোয়ারদের কাছেঅ্যালার্টআকারে পাঠাবে এতে ১০০টি অক্ষরের টেক্সট খবরের লিংকটি দেওয়া যাবে
এই অ্যাপটি ব্যাবহার করে অনেক মূল্যবান সময় বাঁচানো যাবে বলে আশা করা যায়। এছাড়া এই অ্যাপ এর ব্যবহার করে সঠিক সময়ে সঠিক খবরটি নিমিষেই যেনে নেয়া যাবে বলে আশাবাদী Facebook কর্তৃপক্ষ
 

মন্তব্যসমূহ