Google - এর ওয়াই-ফাই রাউটার

অনহাব নামের ওয়াই-ফাই রাউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাড়িতে আরও ইন্টারনেট সংযোগসুবিধার পণ্যের ব্যবহার বাড়াতে এবং গুগলের সেবা মানুষের দোরগোড়ায় উদ্যোগ হিসেবে নতুন রাউটার বাজারে এনেছে গুগল কর্তৃপক্ষ। 


এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাউটারে বিল্ট ইন এন্টেনা রয়েছে যা তরঙ্গ স্ক্যান করে দ্রুতগতির সংযোগ শনাক্ত করতে পারে এতে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে কনটেন্ট ডাউনলোড বা মুভি স্ট্রিমিংয়ের মতো যে ধরনের কাজে বেশি পরিমাণ ডেটা লাগে তার জন্য এই রাউটারটি আদর্শ হবে এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিংবা গুগল ক্রোমের মতো সফটওয়্যার, নিরাপত্তা ফিচার স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেবে এই রাউটার ব্যবহারকারীরা তাদের পছন্দমতো পণ্যে এর সঙ্গে সংযোগ নিতে পারবেন। 

গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ সম্প্রতি অ্যালফাবেট নামের একটি প্রতিষ্ঠান তৈরির ঘোষণা দেন গুগল ওই প্রতিষ্ঠানের অধীনে থাকবে ছাড়াও অ্যালফাবেটের অধীনে গুগলের মতোই অন্যান্য প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্র কোম্পানি হিসেবে থাকবে ল্যারি পেজের অ্যালফাবেট ঘোষণার কয়েক দিনের মধ্যেইঅনহাবতৈরির ঘোষণা এল স্মার্ট বাড়িতে ব্যবহৃত পণ্য তৈরির জন্য একটি আলাদা কোম্পানি করতে পারে গুগল এই রাউটার তারই একটি উদ্যোগ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা

গত বছরে নেস্ট নামের একটি কোম্পানিকে ৩২০ কোটি মার্কিন ডলারে অধিগ্রহণ করেছিল গুগল এই প্রতিষ্ঠানটি বাড়িতে ব্যবহৃত পণ্য বিশেষ করে ইন্টারনেট অব থিংস (আইওটি) বা সব যন্ত্রে ইন্টারনেট ধারণা নিয়ে কাজ করছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা বলছেন, ২০২০ সালের মধ্যে ইন্টারনেট অব থিংসের বাজার এক দশমিক সাত ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে

মন্তব্যসমূহ