ড্রাইভিং লাইসেন্স এখন স্মার্টফোনেই!

ড্রাইভিং লাইসেন্স এখন স্মার্টফোনেই!একজন ড্রাইভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল তার ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স চেক করতে অনেক ভোগান্তি পোহাতে হয় ট্রাফিক পুলিশদের। তাদের ভোগান্তি কমাতে স্মার্টফোনেই এবার চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা যাবে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে গাড়িচালকদের জন্য গত বুধবার মোবাইল ড্রাইভার লাইসেন্সের (এমডিএল) পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এখন যে প্লাস্টিকের লাইসেন্সের ব্যবহার চলছে, তা পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ডিজিটাল লাইসেন্স প্রাথমিকভাবে আইওয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের শতাধিক কর্মীকে দেওয়া হয়েছে। গাড়িচালকের স্মার্টফোনে এই লাইসেন্স দেখা যাবে।

এমডিএল দেখতে প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্সের মতোই। যাতে রয়েছে চালকের ছবি, জন্মতারিখ এবং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তারিখ। এর পেছনের অংশে একটি বার কোড এবং লাইসেন্সের শ্রেণি উল্লেখ রয়েছে। এই বার কোড থাকায় মোটরযান বিভাগ এমডিএলে থাকা যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে হালনাগাদ করতে পারবে। মরফোট্রাস্ট কোম্পানির তথ্য যাচাই করার একটি অ্যাপ দিয়ে এমডিএলের যথার্থতা পরীক্ষা করা যাবে। এই অ্যাপ দিয়ে একজন পুলিশ কর্মকর্তা চালকের ফোন স্পর্শ না করেই তাঁর পরিচয় এবং লাইসেন্সের বিস্তারিত জানতে পারবেন।

আইওয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের পরিচালক পল ট্রমবিনো বলেন, ‘আমরা এখনো সবার জন্য এই লাইসেন্স তৈরি করিনি। পরীক্ষামূলকভাবে চালু করেছি। যদি দেখি এতে বেশি সুবিধা হচ্ছে, তাহলে রাজ্যের সব গাড়িচালককে এই লাইসেন্স দেওয়া হবে। আমাদেরটা দেখে অন্য রাজ্যগুলোও গাড়ির চালকদের ডিজিটাল লাইসেন্স দেওয়ার ব্যাপারে উত্সাহিত হবে বলে আমি মনে করছি।

মন্তব্যসমূহ