
এমডিএল দেখতে প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্সের মতোই। যাতে রয়েছে চালকের ছবি, জন্মতারিখ এবং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তারিখ। এর পেছনের অংশে একটি বার কোড এবং লাইসেন্সের শ্রেণি উল্লেখ রয়েছে। এই বার কোড থাকায় মোটরযান বিভাগ এমডিএলে থাকা যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে হালনাগাদ করতে পারবে। মরফোট্রাস্ট কোম্পানির তথ্য যাচাই করার একটি অ্যাপ দিয়ে এমডিএলের যথার্থতা পরীক্ষা করা যাবে। এই অ্যাপ দিয়ে একজন পুলিশ কর্মকর্তা চালকের ফোন স্পর্শ না করেই তাঁর পরিচয় এবং লাইসেন্সের বিস্তারিত জানতে পারবেন।
আইওয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের পরিচালক পল ট্রমবিনো বলেন, ‘আমরা এখনো সবার জন্য এই লাইসেন্স তৈরি করিনি। পরীক্ষামূলকভাবে চালু করেছি। যদি দেখি এতে বেশি সুবিধা হচ্ছে, তাহলে রাজ্যের সব গাড়িচালককে এই লাইসেন্স দেওয়া হবে। আমাদেরটা দেখে অন্য রাজ্যগুলোও গাড়ির চালকদের ডিজিটাল লাইসেন্স দেওয়ার ব্যাপারে উত্সাহিত হবে বলে আমি মনে করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।