যেভাবে ফেসবুক এ পাবেন অধিক লাইক!

বর্তমানে ফেসবুক ব্যবহার করে খুব সহজেই নিজের অনলাইন বিজনেস দার করে ফেলা যায়। এক্ষেত্রে লাইক এর ভূমিকা অনেক বেশি। এখন দেখা যায় অনেকেই অটো-লাইক এর মাধ্যমে লাইক এর বন্যা বইয়ে দেয়। কিন্তু অনলাইন বিজনেস এর ক্ষেত্রে তা আপনার কোন লাভে আসবে না। আপনাকে ইউনাইক পদ্ধতিতে লাইক বাড়াতে হবে। যেহেতু আপনার পোস্টে কত লাইক পরল সেটার উপর আপনার প্রথমে চোখ যাবে, এছাড়া পোস্ট কতটা আকর্ষণীয় তাও নির্ভর করে লাইক এর উপর। তো চলুন দেখি কিভাবে, কি ধরনের পোস্ট করলে তা মানুষের নিকট গ্রহণযোগ্যতা বেশি পায়ঃ



স্ট্যাটাস বা পোস্টের ধরনঃ 

ছবি দিলে সাধারণত ৫৩ শতাংশ বেশি লাইক পাওয়া যায়। এ ছাড়া ১০৪ শতাংশ কমেন্টস এবং ৮৪ শতাংশ লাইক পাওয়া যায় ছবিভিত্তিক স্ট্যাটাসে।

৫৩ শতাংশ বেশি লাইক
১০৪ শতাংশ বেশি কমেন্টস
৮৪ শতাংশ লাইক
লেখার আকার ৮০ বা এর চেয়ে কম শব্দের মধ্যে পোস্ট দিলে ৬৬ শতাংশ সম্পৃক্ততা বাড়ে। বিষয়বস্তু প্রশ্নভিত্তিক স্ট্যাটাস বা পোস্টে শতভাগ বেশি কমেন্টস পাওয়া যায়। প্রতিদিন এক-দুবার পোস্ট করলে ৪০ শতাংশ বেশি ব্যবহারকারীকে সম্পৃক্ত করা যায়।

সাপ্তাহিক লেখাঃ 

সপ্তাহে এক থেকে চারবার পোস্ট করলে ৭১ শতাংশ বেশি সাড়া পাওয়া যায়।

মন্তব্যসমূহ