Pattern Lock - এর দুর্বল কিছু দিক

Android ফোনের Pattern Lock সহজেই অনুমান করা যায় বলে, খুব সহজেই অন্য কেউ চাইলেই Lock খুলে ফোনে ঢোকার সুযোগ করে দিতে পারে সাধারণ পাসওয়ার্ডের মতোই সবারই সহজ Pattern লক বেছে নেওয়ার প্রবণতা রয়েছে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পেয়েছেন নরওয়ের গবেষকেরা গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত পাসওয়ার্ডের পরিবর্তে Android ব্যবহারকারীরা তাদের ফোনের স্ক্রিনে একটি Pattern Lock তৈরি করার সুবিধা পান এর উদ্দেশ্য হচ্ছেফোনে সহজে অনুমান করা যায় না অথচ খুব সহজ একটা নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা কিন্তু ক্ষেত্রেও পাসওয়ার্ডের মতো একই ভুল অধিকাংশ ব্যবহারকারীকে করতে দেখা যায়

নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লজ বিশ্লেষণ করে দেখিয়েছেন, চার লাখ সম্ভাব্য কোড তৈরির সম্ভব হলেও চার হাজার কোডের মধ্যে ব্যাপক মিল দেখা গেছে এর মধ্যে ৪৪ শতাংশ আবার ওপরের দিক থেকে শুরু হয়ে বাম দিকের কোনায় এসে শেষ হয় ৭৭ শতাংশ প্যাটার্ন চার কোনার যেকোনো একটি কোনা থেকে শুরু হয় অ্যান্ড্রয়েডে Pattern তৈরির জন্য নয়টিনডথাকলেও অধিকাংশ ক্ষেত্রে মাত্র চারটি নড ব্যবহার করতে দেখা যায় Pattern তৈরির ক্ষেত্রে গবেষকেদের পরামর্শ হচ্ছে, যত বেশি নড ব্যবহার করা যায় প্যাটার্ন তত বেশি জটিল হয় প্যাটার্ন অধিক নিরাপদ করতে এটি তৈরির সময় বেশি দিক পরিবর্তন করা উচিত যত বেশি সম্ভব নড ব্যবহার করে প্যাটার্ন জটিল করা উচিত

মন্তব্যসমূহ