Samsung আনছে বড় পর্দার ট্যাব

শুরু থেকেই ভাল মানের ফোন বাজারে আনার ফলে Samsung টেক বাজারকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। বিভিন্ন কারুকার্যপূর্ণ ফোন বাজারে এনে বাবহারকারীদের মধ্যে বিপুল সারা ফেলতে পেরেছে Samsung কোম্পানি। নতুন নতুন সব ফিচার নিয়ে মাঝে মাঝেই দেখা যায় Samsung এর নৈপুন্নের ছোঁয়া। চৌকশ সব ডেভেলপাররা তাদের ক্ষমতার বহিঃ প্রকাশ বার বারই করে প্রমান করছে Samsung আসলেই অন্যদের থেকে আলাদা। 

অনেক সারা পাবার পর এবার বড় আকারের ট্যাবলেট পিসি তৈরি করছে স্যামসাং। এটির ডিসপ্লে হবে ১৮. ইঞ্চির। ট্যাবটি অ্যান্ড্রয়েড . অপারেটিং সিস্টেম দ্বারা চলবে। 

Samsung কোম্পানি জানিয়েছেSamsung  ট্যাবের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

বড় আকারের এই ট্যাবলেট পিসিটিতে থাকছে ৬৪বিটের . গিগাহার্টজের এক্সিনোস ৭৫৮০ প্রসেসর, জিবি ্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটির ব্যাটারি ৫৭০০ মিলিঅ্যাম্পায়ারের। স্যামসাংয়ের ১৮. ইঞ্চির এই ট্যাবটির রিয়ার ক্যামেরায় আছে মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় আছে . মেগাপিক্সেল।

মন্তব্যসমূহ