ক্রোম এক্সটেনশন এখন ফায়ারফক্সে

বর্তমান সময়ের দুই উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজারের মধ্যে ফায়ারফক্সক্রোম –ই রয়েছে ব্যবহারকারীদের সর্বোচ্চ পছন্দের আসনে। নিত্ত নতুন নানান সব ফিচারের আগমনের ফলে এই দুই ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের মধ্যে বিপুল সারা ফেলেছে। এছাড়া, দ্রুত গতিতে কাজ করা যায় বলেই ফায়ারফক্সক্রোম এর এত সাফল্য।


সম্প্রতি মোজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্যে ওয়েবএক্সটেনশন এপিআইনামে নতুন একটি এক্সটেনশন এপিআই ঘোষণা করেছে। সোজা বাংলায় এর মানে হচ্ছে ক্রোম এবং অপেরার জন্যে ডেভেলপ করা অ্যাড-অনস গুলো এখন থেকে ফায়ারফক্সেও কাজ করবে। তবে এক্ষেত্রে কোডিংয়ে খুব সামান্য পরিমাণ পরিবর্তনের প্রয়োজন পড়বে। নতুন এ ফিচারগুলোর একটি বেটা ভার্সন ইতোমধ্যেই ফায়ারফক্সের ডেভেলপার এডিশনে যুক্ত করা হয়েছে। পরবর্তীতে ফায়ারফক্সের স্ট্যাবল ভার্সন রিলিজের সাথে সাথেই ফিচারগুলো উন্মুক্ত করা হবে। তবে এখনি ক্রোম ওয়েবস্টোর থেকে প্লাগ-ইন নামিয়ে ফায়ারফক্সে ইনস্টল করা যাবে না। প্রথমেই সব ফায়ারফক্স অ্যাড-অনগুলো মোজিলা থেকে ভেরিফাইড হতে হবে এবং অফিসিয়ালি ফায়ারফক্স এক্সটেনশন পোর্টালে যুক্ত হতে হবে। কিন্তু একজন ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে প্রায় সকল প্রধান ব্রাউজারের জন্যে তৈরি প্লাগ-ইন/অ্যাড-অনসগুলো ডেভেলপ করা এবং সেই সাথে তাদের রক্ষণাবেক্ষণ করা অনেকাংশেই সহজ হয়ে যাবে। 

মন্তব্যসমূহ