
সম্প্রতি মোজিলা
ফাউন্ডেশন ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্যে ‘ওয়েবএক্সটেনশন এপিআই’ নামে নতুন একটি এক্সটেনশন এপিআই ঘোষণা করেছে। সোজা বাংলায়
এর মানে হচ্ছে ক্রোম এবং অপেরার জন্যে ডেভেলপ করা অ্যাড-অনস গুলো এখন থেকে
ফায়ারফক্সেও কাজ করবে। তবে এক্ষেত্রে কোডিংয়ে খুব সামান্য পরিমাণ পরিবর্তনের
প্রয়োজন পড়বে। নতুন এ ফিচারগুলোর একটি বেটা ভার্সন ইতোমধ্যেই ফায়ারফক্সের ডেভেলপার
এডিশনে যুক্ত করা হয়েছে। পরবর্তীতে ফায়ারফক্সের স্ট্যাবল ভার্সন রিলিজের সাথে
সাথেই ফিচারগুলো উন্মুক্ত করা হবে। তবে এখনি ক্রোম ওয়েবস্টোর থেকে প্লাগ-ইন নামিয়ে
ফায়ারফক্সে ইনস্টল করা যাবে না। প্রথমেই সব ফায়ারফক্স অ্যাড-অনগুলো মোজিলা থেকে
ভেরিফাইড হতে হবে এবং অফিসিয়ালি ফায়ারফক্স এক্সটেনশন পোর্টালে যুক্ত হতে হবে।
কিন্তু একজন ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে প্রায় সকল প্রধান ব্রাউজারের
জন্যে তৈরি প্লাগ-ইন/অ্যাড-অনসগুলো ডেভেলপ করা এবং সেই সাথে তাদের রক্ষণাবেক্ষণ
করা অনেকাংশেই সহজ হয়ে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।