মেসেজিং জগতে Whatsapp এর জনপ্রিয়তার অবকাশ নেই ইন্টারনেট দুনিয়ায়। Whatsapp কোম্পানি তাই তাদের জনপ্রিয়তার মান আরও বাড়ানোর লক্ষে সর্বদাই নতুন নতুন ফিচার এর উদ্ভাবন করছে। এসব আকর্ষণীয় ফিচার এর দরুন Android ব্যবহারকারীরা Whatsapp ব্যবহার এর দিকে ধারাবাহিক ভাবে ঝুঁকে পরছে। সম্প্রতি Whatsapp নতুন পাঁচ ফিচার সংযুক্ত করেছে। ফিচার ৫ টি হচ্ছেঃ
আনরিড হিসেবে চিহ্নিত করা
ইমেইলগুলোতে এই ফিচারটি রয়েছে দীর্ঘদিন ধরেই। কোনো ইমেইল পড়ে ফেলার পরেও একে আনরিড বা অপঠিত হিসেবে চিহ্নিত করে রাখা যায় ইমেইলে। এবারে হোয়াটসঅ্যাপেও যুক্ত করা হলো এই ফিচার। তবে মেসেজ পড়ে ফেলার পর একে অপঠিত হিসেবে চিহ্নিত করা হলেও মেসেজ প্রেরক ঠিকই জানতে পারবেন যে প্রাপক মেসেজটি পড়েছেন। প্রকৃতপক্ষে এই ফিচার যুক্ত করার মূল উদ্দেশ্য হলো এর মাধ্যমে কোনো মেসেজকে হাইলাইট করা। মেসেজ পড়ার পরেও একে অপঠিত হিসেবে চিহ্নিত করা হলে তা স্বাভাবিকভাবেই নজর কাড়বে। তাছাড়া এভাবে অপঠিত হিসেবে মেসেজ চিহ্নিত করে রাখলে মেসেজের ক্রমতেও কোনো পরিবর্তন আসবে না।
কাস্টম নোটিফিকেশন
হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সিস্টেমেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বলতে গেলে সম্পূর্ণ নতুন ধরনের কাস্টম নোটিফিকেশন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে হোয়াটসঅ্যাপের কনটাক্টের জন্য এসব নোটিফিকেশন বেশি কাজ করবে। যেমন—এখন থেকে কনটাক্ট বুকে থাকা কোনো কনটাক্টের জন্য বিশেষায়িত রিংটোন ঠিক করে দেওয়া যাবে। এতে প্লেলিস্টে থাকা গানও নির্বাচন করা যাবে। ফলে নির্দিষ্ট রিংটোন বুঝেই জানা যাবে কোন কনটাক্ট থেকে কল এসেছে। তাছাড়া নোটিফিকেশনের লাইটের রঙ, কাস্টম কল ও মেসেজ রিংটোন নির্বাচনের সুবিধা, ভাইব্রেশন সক্রিয় বা নিষ্ক্রিয় রাখা, প্রতিটি কনটাক্টের জন্য পপ-আপ নোটিফিকেশন যুক্ত করা প্রভৃতি সুবিধা থাকবে এই কাস্টম নোটিফিকেশন সিস্টেমে।
মিউট করা
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কেবল কোনো গ্রুপ কনভারসেশন মিউট করার সুবিধা ছিল। নতুন ফিচারের মাধ্যমে এখন যেকোনো ইন্ডিভিজ্যুয়াল কনটাক্টও মিউট করে দেওয়া যাবে। এমন ধরনের মিউটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ও বেছে নেওয়া যাবে। সেক্ষেত্রে সময় নির্ধারণ করা যাবে ৮ ঘণ্টা, এক সপ্তাহ কিংবা এক বছরও। আবার মিউট করা কনটাক্ট থেকে কোনো নোটিফিকেশন পেতে চান কি না, সেটিও নির্ধারণ করে দেওয়া যাবে।
সাশ্রয়ী ডাটা
হোয়াটসঅ্যাপে যারা ভয়েজ কল একটু বেশি করেন, তাদের ডাটা খরচের পরিমাণ নেহায়েত কম নয়। তবে যারা হোয়াটসঅ্যাপে বেশি কল করেও ডাটা সাশ্রয়ী হতে চান, তাদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপে। এর সেটিংসে গিয়ে চ্যাটস ও কল মেন্যুতে গেলে ‘লো ডাটা ইউসেজ’ নামে নতুন একটি অপশন দেখা যাবে। এই অপশনটি চিহ্নিত করে দিলেই এরপর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েজ কলের সময়ও ডাটার সাশ্রয় হবে।
নতুন ইমোজি
হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে এসে নতুন এক সেট ইমোজিও যোগ করা হয়েছে। ফলে এসব ইমোজিতে আরও বৈচিত্র্যময় সব চেহারার ধরণ পাওয়া যাবে। এলজিবিটির সাথে সংশ্লিষ্ট বেশকিছু ইমোজিও স্থান পেয়েছে এই তালিকায়। তাছাড়া অনেকগুলো ইমোজিই তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের স্কিন টোনে। অর্থাত্ চিরাচরিত রঙের ইমোজির সাথে যুক্ত হয়েছে চেহারায় কালো বা শ্যাম বর্ণও। ফলে ইমোজি ব্যবহারে আরও বেশি স্বাধীনতা পাবেন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।