এখন ইউটিউবেই খেলা যাবে মজার সব গেম

গেমিং জগতে ইন্টারনেট বিপুল সারা প্রদান করেছে। হাজার হাজার গেম পাগল প্রতিনিয়ত ইন্টারনেটে হরেক রকম গেমের মজা নিচ্ছে। অনান্য সব ওয়েবসাইট এর মত ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব এবার চালু করছে গেম খেলার আলাদা সাইট। শুধু গেম নিয়ে নানা কিছু থাকবে এতে। আগ্রহী ব্যক্তিরা সরাসরি গেম খেলতে পারবেন এখানে। 

সাইটটি গেমারদের কথা ভেবে বানানো হয়েছে। ইউটিউবের এ গেমসাইটে অ্যাপ ব্যবহারের সুযোগও থাকবে। একই ধরনের সেবা বর্তমানে অ্যামাজন ডটকমের মালিকানাধীন টুইস ও ডেইলি মোশন দিচ্ছে। ইউটিউবে বর্তমানে প্রতি মাসে কয়েক কোটি ঘণ্টা ভিডিও দেখেন ব্যবহারকারীরা। এ ছাড়া ইউটিউবে সবচেয়ে বেশি অনুসারী তারকা ফেলিক্স কেজেলবার্গ, যিনি পিউডাইপাই নামে পরিচিত, তিনিও একজন জনপ্রিয় গেমার। ইউটিউবের গেমিং বিভাগের প্রধান রায়ান ওয়াট বলেন, ‘আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে একজন গেমার তাঁর পছন্দের গেম নিয়ে অনেক কিছুই পাবেন।’

ইউটিউবের এ গেমসাইটে সরাসরি (লাইভ) গেম খেলার সুযোগও থাকছে। ইতিমধ্যে কোটি দর্শক, যাঁরা ইউটিউবে ভিডিও দেখছেন, তাঁদের বড় একটি অংশই গেম খেলার আগ্রহী হবে বলে আশাবাদী ইউটিউব কর্তৃপক্ষ। এর আগেও শুধু সংগীত নিয়েই ‘মিউজিক কি’ নামের সংগীত-বিষয়ক একটি সেবা চালু করেছিল ইউটিউব। নতুন এই গেমসাইটের বিস্তারিত জানা যাবে gaming.youtube.com ঠিকানায়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ মন্তব্য করার জন্য।