জেনে নিন বলিউড তারকাদের আসল নাম

অনেকেই তাদের নিজের আসল নাম বাদ দিয়ে অন্য নামের উপর ভর করে নিজেদের ক্যারিয়ার গড়েছেন।  বলিউডে এরকম অনেক তারকা আছেন। চলুন আজকে তাদের আসল নাম গুলো যেনে নেই... 

জেনে নিন বলিউড তারকাদের আসল নাম

অশোক কুমার, বলিউডের দাদামণি খ্যাত অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি।
গুরু দত্ত, বলিউড সিনেমার প্রথমদিকের নায়ক তথা প্রযোজক-পরিচালক গুরু দত্তের আসল নাম ছিল বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন।
রাজ কাপুর, রাজ কাপুরের প্রথম জীবনে নাম ছিল রণবীর রাজ কাপুর।
দিলীপ কুমার, দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান। 
শাম্মি কাপুর, শাম্মি কাপুরের আসল নাম ছিল শামসের রাজ কাপুর।
রাজেশ খান্না, বলিউডে ‘কাকা’ নামে পরিচিত রাজেশ খান্নার প্রথমজীবনে নাম ছিল যতীন খান্না।
অমিতাভ বচ্চন, বিগ বি-র প্রথমজীবনে নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে নাম হয় অমিতাভ শ্রীবাস্তব। তবে পরে গোটা পরিবার বচ্চন পদবীটি গ্রহণ করলে বিগ বি-র নাম বদলে হয় অমিতাভ বচ্চন।

আমির খান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের আসল নাম আমির হুসাইন খান।
মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর প্রথম জীবনে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 
রজনীকান্ত, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তের আসল নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়।  রেখা এভারগ্রিন রেখার, সিনেমা জগতে আসার আগে নাম ছিল ভানুরেখা গণেশন।
গোবিন্দা, গোবিন্দার আগের নাম ছিল গোবিন্দ অরুণ আহুজা। 
সালমান খান, সালমান খানের পুরো নাম ছিল আব্দুল রশিদ সেলিম সালমান খান। 
অক্ষয় কুমার, বলিউডের ‘খিলাড়ি নম্বর ১’ অক্ষয়ের আগের নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া। 
অজয় দেবগণ, অজয়ের আগের নাম ছিল বিশাল বীরু দেবগণ। পরে তা বদলে হন অজয় দেবগণ। 
প্রীতি জিনতা, প্রীতির আগের নাম ছিল প্রিতম সিং জিনতা । 
জন আব্রাহাম, জনের আগের নাম ছিল ফারহান আব্রাহাম। 
ক্যাটরিনা কাইফ, ক্যাটের আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। বলিউডে নাম লেখানোর আগে তা বদলে ক্যাটরিনা কাইফ করে নেন তিনি। 
সানি লিওন, বলিউডের লেটেস্ট সেনসেশন সানির আসল নাম ছিল করেণজিৎ কউর ভোহরা। 

মন্তব্যসমূহ